
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের কর্তৃক নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা এবং গত ১৭ বছরে গুম-খুন-অপহরণকৃত নেতা-কমী-সমর্থকদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা গণঅধিকার পরিষদ নেতা জাবের আহমেদ চৌধুরী এসব কথা বলেন।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে বহু মানুষের রক্ত স্রোতের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেয়া যাবে না উল্লেখ করে জাবের আহমেদ চৌধুরী বলেছেন, যে কোন কিছুর বিনিময়ে আমাদের এ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষা করতে হবে।
গণঅধিকার পরিষদ বিরশ্রী ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল বাদ মাগরিব মইয়াখালী বাজারে উপজেলা যুব-অধিকার পরিষদের সভাপতি আহমেদ আল ফয়েজের সভাপতিত্বে ও বীরশ্রী ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদ আহমেদ -এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম প্রমূখ।