
সিলেট শহর থেকে নিখোঁজ জকিগঞ্জের হাফিজ মাসহুদকে ১৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সিলেট রেলস্টেশনে এলাকা থেকে বাকরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় হাফিজ মাসহুদসহ তার এক বন্ধুকে নিয়ে জকিগঞ্জ থেকে মাদ্রাসার উদ্দেশ্যে সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বরে পৌঁছা মাত্র দুষ্কৃতী চক্রের সদস্যরা তাকে বাকরুদ্ধ করে অন্যত্রে নিয়ে যায়। এরপর থেকে আর তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না।
হাফিজ মাসহুদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের শাহীন আহমদ ছেলে।
শাহীন আহমদ জকিগঞ্জের খবরকে বলেন, তাঁর ছেলে মাসহুদ সিলেট উপশহর সোবহানীঘাট মাদ্রাসায় লেখাপড়া করে। গতকাল বাড়ি থেকে যাওয়ার পথে হুমায়ুন রশীদ চত্বর থেকে নিখোঁজ হয়। আজ সকালে রেলস্টেশন এলাকার একটি গলির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে তার ফুফুর বাসায় রয়েছে।