
জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি ২৩ বোতল মদ, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা সহ একজনকে আটক করা হয়েছে। আটক মোঃ সাবু মিয়া তালুকদার উর্ফে কালা (৩৭) জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের হাঁড়িকান্দি গ্রামের তেরা মিয়ার ছেলে।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল পৌনে ২টায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক কালা’র নিজ বসতঘর থেকে তা উদ্ধার করেন।
অভিযানে অংশ নেন জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন সহ একদল পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার (এসআই) মফিদুল হক সজল জানান, মাদক উদ্ধারের বিষয়ে সিলেট রেঞ্জের মান্যবর সিলেট জেলার নবাগত পুলিশ সুপার জনাব. মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কড়া দিকনির্দেশনা রয়েছে। বিধায় জকিগঞ্জ থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান চলমান থাকবে। মাদক উদ্ধারে তিনি জকিগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মোঃ সাবু মিয়া তালুকদার উর্ফে কালাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।