Dhaka ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার পতনের পর থেকে মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসা বন্ধ ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা সিরাজগঞ্জ জেলা কারাগারে এবং সুপারের সহযোগিতায় গড়ে উঠেছে দুর্নীতির আখড়া। এই খুনির পরিচয় পাওয়া গেছে দয়া করে সবাই শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই খুনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসতে পারে ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে সহ তিন জন নিহত জকিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় তোপের মুখে সভাস্থল ত্যাগ করলেন দুই আ.লীগ নেতা! জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিরশ্রী গণঅধিকার পরিষদের আলোচনা সভা র‌্যাব’র অভিযানে ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার জকিগঞ্জের নিখোঁজ শিক্ষার্থী ১৪ ঘন্টা পর রেলস্টেশন থেকে উদ্ধার জকিগঞ্জে ইয়াবা ও নগদ টাকা সহ একজন আটক
শিরোনামঃ
প্রিয়" পাঠকগণ", "শুভাকাঙ্ক্ষী" ও প্রতিনিধিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে:- কিছুদিন যাবত কিছু প্রতারক চক্র জকিগঞ্জের খবর এর নাম ব্যবহার করে প্রতিনিধি নিয়োগ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। তার সাথে একটি সক্রিয় চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে "জকিগঞ্জের খবর "কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখবেন "জকিগঞ্জের খবর" এর অফিসিয়াল পেজ বা নিম্নের দুটি নাম্বার ব্যাতিত কোন রকম লেনদেনে জড়াবেন না। মোবাইল: +8801714756096 হটলাইন: +8809696129297

জকিগঞ্জের মরিচা সপ্রাবি-এর শিক্ষকদের বিরুদ্ধে নানান অভিযোগ!

সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্থানীয় অভিভাবকদের নানান অভিযোগ। এ ব্যাপারে গত ৫ অক্টোবর এলাকাবাসী জেলা শিক্ষা অফিসে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাহাদের মধ্যে প্রায় সকল শিক্ষক মরিচা গ্রামের বাসিন্দা। এমনকি একই পরিবারের ২ জন শিক্ষক ওই বিদ্যালয়ে কর্মরত রয়েছে। উল্লেখ রয়েছে, বিগত সময়ে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের কারণে উপজেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমান শিক্ষকদের অবহেলিত দায়িত্ব পালনের কারণে শিক্ষার মানোন্নয়ন একদম বেহাল অবস্থায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তারপরেও শিক্ষকদের অপসারণের দাবিতে বৃহত্তর মরিচা, কাজীরপাতন, রায়গ্রাম ও বাল্লাহ গ্রামের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একপর্যায়ে গতকাল সোমবার (২১ অক্টোবর অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের স্কুলে দেওয়া বন্ধ করে দেন।পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সাময়িক নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

এব্যাপারে বাল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান, মরিচা গ্রামের আব্দুল মজিদ, আব্দুল মুকিত, আব্দুর রশিদ, কামরুল ইসলামসহ স্থানীয় অভিভাবকরা বলেন, শিক্ষিকারা বিদ্যালয়ে এসে বাসা বাড়ির মত তাদের ছেলেমেয়ে লালন পালনে ব্যস্ত সময় পার করেন। বেশিরভাগ সময় অফিসে বসে চা-চক্রে আর খুশগল্পের মাধ্যমে সময় পার করে দিনের পর দিন কাটান। পাক-প্রাথমিকের সকল শিশু শিক্ষার্থীদের খেলাধুলার সকল সরঞ্জামাদি তাদের বাড়িতে নিয়ে গেছেন। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা নিয়ে শিক্ষকদের কোন গুরুত্ব নেই, এমনকি যথাসময়ে বিদ্যালয়ে শিক্ষকরাও আসেন না। শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের অপসারণের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দোষী শিক্ষকদের অপসারণের দাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শিক্ষার্থীদের পাঠদানে আসা বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। এছাড়া শিক্ষকরা স্থানীয়দের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছাড়াচ্ছে বলে অভিযোগ করেন।

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ বলেন, স্কুলের শিক্ষকদের নিয়ে এলাকায় উত্তেজিত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সাময়িকভাবে বিষয়টি নিয়ন্ত্রণ হয়েছে। শিক্ষা প্রশাসনে স্থানীয়দের দায়েরকৃত অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। আশাকরি আগামীকাল থেকে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে দিবেন এবং শিক্ষকরা যথাযথ নিয়মে পাঠদান চালিয়ে যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আাসা পর্যন্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বর্তমনে এলাকায় পরিবেশ শান্ত থাকলেও দ্রুত বিষয়টি স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে এলাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Popular Post

সরকার পতনের পর থেকে মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসা বন্ধ ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা

জকিগঞ্জের মরিচা সপ্রাবি-এর শিক্ষকদের বিরুদ্ধে নানান অভিযোগ!

Update Time : ১২:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সিলেটের জকিগঞ্জ উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্থানীয় অভিভাবকদের নানান অভিযোগ। এ ব্যাপারে গত ৫ অক্টোবর এলাকাবাসী জেলা শিক্ষা অফিসে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান যে শিক্ষকবৃন্দ রয়েছেন তাহাদের মধ্যে প্রায় সকল শিক্ষক মরিচা গ্রামের বাসিন্দা। এমনকি একই পরিবারের ২ জন শিক্ষক ওই বিদ্যালয়ে কর্মরত রয়েছে। উল্লেখ রয়েছে, বিগত সময়ে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনের কারণে উপজেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমান শিক্ষকদের অবহেলিত দায়িত্ব পালনের কারণে শিক্ষার মানোন্নয়ন একদম বেহাল অবস্থায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তারপরেও শিক্ষকদের অপসারণের দাবিতে বৃহত্তর মরিচা, কাজীরপাতন, রায়গ্রাম ও বাল্লাহ গ্রামের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। একপর্যায়ে গতকাল সোমবার (২১ অক্টোবর অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের স্কুলে দেওয়া বন্ধ করে দেন।পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সাময়িক নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

এব্যাপারে বাল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান, মরিচা গ্রামের আব্দুল মজিদ, আব্দুল মুকিত, আব্দুর রশিদ, কামরুল ইসলামসহ স্থানীয় অভিভাবকরা বলেন, শিক্ষিকারা বিদ্যালয়ে এসে বাসা বাড়ির মত তাদের ছেলেমেয়ে লালন পালনে ব্যস্ত সময় পার করেন। বেশিরভাগ সময় অফিসে বসে চা-চক্রে আর খুশগল্পের মাধ্যমে সময় পার করে দিনের পর দিন কাটান। পাক-প্রাথমিকের সকল শিশু শিক্ষার্থীদের খেলাধুলার সকল সরঞ্জামাদি তাদের বাড়িতে নিয়ে গেছেন। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা নিয়ে শিক্ষকদের কোন গুরুত্ব নেই, এমনকি যথাসময়ে বিদ্যালয়ে শিক্ষকরাও আসেন না। শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের অপসারণের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে দোষী শিক্ষকদের অপসারণের দাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শিক্ষার্থীদের পাঠদানে আসা বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। এছাড়া শিক্ষকরা স্থানীয়দের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা ছাড়াচ্ছে বলে অভিযোগ করেন।

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ বলেন, স্কুলের শিক্ষকদের নিয়ে এলাকায় উত্তেজিত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সাময়িকভাবে বিষয়টি নিয়ন্ত্রণ হয়েছে। শিক্ষা প্রশাসনে স্থানীয়দের দায়েরকৃত অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। আশাকরি আগামীকাল থেকে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে দিবেন এবং শিক্ষকরা যথাযথ নিয়মে পাঠদান চালিয়ে যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আাসা পর্যন্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া স্বার্থে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বর্তমনে এলাকায় পরিবেশ শান্ত থাকলেও দ্রুত বিষয়টি স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে এলাকার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।