
সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে মো. সাঈদ আহমদ নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (নালুহাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাঈদ আহমদ নালুহাটি এলাকার সুমন আহমদের ছেলে।
জানা গেছে, রবিবার দেড়টার দিকে শিশু সাঈদ আহমদ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাঈদ আহমদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।