
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ নাজিম উদ্দীন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ পৌর এলাকার কবির হোসেন মুক্তার বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করে।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার (এসআই) মফিদুল হক সজল বিষয়টি নিশ্চিত করেন বলেন, আটক নাজিম উদ্দীন (৩৮) জকিগঞ্জ উপজেলার পঙ্গবট এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন স্যারের নেতৃত্বেতে এসআই জসিম উদ্দিন অভিযানে অংশ নেন। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫৪০ টাকা জব্দ করা হয়েছে। তার নামে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন বলেন, মাদক উদ্ধারের বিষয়ে মান্যবর সিলেট জেলার নবাগত পুলিশ সুপার জনাব. মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কড়া দিকনির্দেশনা রয়েছে। বিধায় মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক উদ্ধারে তিনি জকিগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।